উদ্যোক্তার লাইসেন্স সমূহ

আমাদের কাছে প্রায় সময়ই উদ্যোক্তারা জানতে চান বিশেষ করে নতুন যারা উদ্যোগ শুরু করতে চান । একটি নতুন উদ্যোগ শুরু করতে গেলে কি কি ধরনের লাইসেন্স বা অনুমোদন নেবার প্রয়োজন হয় । যদিও এটি  ব্যবসার ধরন, মালিকানার ধরন, পণ্যের প্রকারভেদ ইত্যাদির উপর নির্ভর করে লাইসেন্স সমূহ কম-বেশি বা ভিন্ন হয়ে থাকে তারপরও আমরা এখানে চেষ্টা করেছি যে একই জায়গায় মোটামোটিভাবে একটি  ছক তৈরী করবার যাতে করে উদ্যোক্তাগন তাদের প্রয়োজনীয় লাইসেন্স সমূহ সম্পর্কে ধারনা পেতে পারেন । এখানে উল্লেখিত লাইসেন্স ছাড়াও আরো অনেক লাইসেন্স বা অনুমোদন প্রয়োজন হতে পারে যা আমরা পর্যায়ক্রমে আলোচনা / ছক এ নিয়ে আশার চেষ্টা করবো ।

 

মো: আমিনুল ইসলাম

ফাউন্ডার এন্ড সিইও

শাহিন’স হেল্পলাইন



4 Comments

Leave a Reply