- October 17, 2020
- Posted by: aminul
- Categories: Entrepreneurship, Legal Documentation
No Comments
এখন থেকে অনলাইনেই করা যাবে ট্রেড মার্ক, ডিজাইন এবং পেটেন্ট এর আবেদন ।
এখন থেকে অন লাইনেই করা যাবে ট্রেড মার্ক, ডিজাইন এবঙ পেটেন্ট এর আবেদন । উক্ত বিষয়ে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তর ইতিমধ্যেই অনলাইনে আবেদনন গ্রহন করা শুরু করেছেন ।
আমাদের সেবাগ্রহীতা এবং অন্যান্য আবেদনকারীদের সুবিধার্তে আবেদন করার প্রক্রিয়াটি কিভাবে সম্পুর্ন করতে হবে তার গাইন লাইনটি নিচে সংযুক্ত করে দেয়া হলো ।
ইউজার ম্যানুয়াল সংগ্রহ সুত্র: পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্ক অধিদপ্তর এর ওয়েবসাইট ।
ইউজার ম্যানুয়াল লিংক
http://eservice.dpdt.gov.bd/uploads/user_manual/user_manual.pdf
মো: আমিনুল ইসলাম
ফাউন্ডার ও সি ই ও
শাহিন’স হেল্পলাইন ।