ব্যবসা সফল করার মূলমন্ত্র !

একটি ব্যবসা প্রতিষ্ঠান/উদ্যোগকে সফল করার জন্য একদিকে যেমন বিভিন্ন ধরনের কৈশল এবং ডকুমেন্ট এর প্রয়োজন রয়েছে অন্যদিকে তেমনি প্রয়োজন রয়েছে দক্ষতা, ইচ্ছা শক্তি, উপস্থিত বুদ্ধিসহ নানাবিধ ব্যাক্তিগত যোগ্যতা ।   শুধুমাত্র পড়ালেখা করে যেমন ব্যবসায়ী হিসাবে সফল হওয়া যায় না তেমনি শুধুমাত্র ব্যক্তিগত নানাবিধ যোগ্যতা দিয়েও একটি ব্যবসা সফল করা যায় না । পৃথিবীতে তাই নানা সময়ে নানা ব্যবসায়ী বিশেষজ্ঞগণ ব্যবসায়ীক জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার ব্যবসা মডেল উপস্থাপন করেছেন । এখানে তেমনি একটি ব্যবসা মডেল সহজভাবে উপস্থাপন করা হলো ব্যবসায়ীক জ্ঞান বৃদ্ধির জন্য । একজন উদ্যোক্তা যদি তার ব্যক্তিগত যোগ্যতা দিয়ে এই মডেলটি যথাযথভাবে অনুসরন করতে পারেন তাহলে একজন উদ্যোক্তা হিসাবে সফল হবার সুযোগ অনেকাংশে বৃদ্ধি পাবে ।



Leave a Reply