সম্ভাবনার সীমাবদ্ধতা

আমি আমার চাকুরী জীবনে বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করার এবং প্রশিক্ষণ প্রদান করার সুযোগা আমার হয়েছে ।  সেই সময়ে প্রশিক্ষণ এর একটি গেইম ( খেলা ) খুব জনপ্রিয় ছিল । বিভিন্ন সময়ে আমরা এটা প্রশিক্ষণ দেবার সময় ব্যবহার করতাম আবার আমাদের যারা প্রশিক্ষণ দিতেন তারাও ব্যবহার করতেন ।

এই প্রক্ষিশণ গেইমটি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের কাছে পরিচিত ছিল কেও বলতেন “নয় বিন্দুর খেলা’ আবার কেও বলতেন “out of the box” আবার কেও বলতেন “সীমার বাহিরে চিন্তা করার খেলা” আবার কেও বলতেন “নাইন ডট ব্রেইন গেইম” নাম যাই হোক খেলাটি ছিল আমার কাছে বেশ মজার ।

খেলাটি ছিল এই রকম সাদা বোর্ড/ব্লাক বোর্ড/ খাতায় নয়টি বিন্দু আকতে হবে নিচের মতো করে

         

এবং খেলার নিয়মটি ছিল এই রকম

  • এমন চারটি সরলরেখা আকতে/টানতে হবে যাতে করে নয়টি বিন্দুই স্পর্শ করে ।
  • সরল রেখা আকতে/টানার সময় কলম/পেন্সিল উঠানো যাবে না বোর্ড/খাতা থেকে ।
  • একটি সরল রেখার উপর দিয়ে আরেকটি সরল রেখা আকা/টানা যাবে না ।
  • নির্দিষ্ট একটি সময়ের মধ্যে খেলাটি শেষ করতে হবে ।

শুরু হয়ে গেল আকাআকি/টানাটানি কিন্তু বেশির ভাগ খেলায়ারই এই খেলাটি প্রথমবার নিয়ম মেনে জিততে পারেনি ।

অর্থাৎ সবাই এই বৃত্তের/সীমার মধ্যে থেকেই এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে ফলে এই সমস্যা বা খেলাটি কোনভাবেই শেষ করা যেত না । এই খেলাটি শেষ করতে হলে আপনাকে অবশ্যই এই নয় বিন্দুর যে সীমারেখা আছে তার বাহিরে গিয়ে চিন্তা করতে হবে তাহলেই এই সমস্যা বা খেলাটি শেষ করা যাবে । নিচের ছবির মতো করে ।

উপরের শর্তগুলো মিলিয়ে দেখতে পারেন ।

  • নয়টি বিন্দুই স্পর্শ করেছে
  • চারটি সরলরেখা আকা/টানা হয়েছে
  • একবার এর জন্যও কলম/পেন্সিল উঠাতে হয়নি ।

এই খেলাটির মুল কথা হলো যে কোন কাজ/সমস্যা সমাধান করার সময় নিচের চিন্তা, চেতনা, বুদ্ধিমত্তাকে কখনই একটি সুনির্দিষ্ট সীমার মধ্যে না রেখে আরো প্রসারিত আকারে চিন্তা করা যাতে করে কাজটি সহজে সমাধান করা যায় । (Think out of the box) এটাই ছিল মুল কথা ।

এটি যদি আপনার ব্যক্তিগত জীবনে/ আপনার উদ্যোক্তা জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনার সাফল্য অবধারিত ।

বর্তমানে উদ্যোক্তা হবার যে প্রবনতা যুব সমাজ এর মধ্যে দেখা দিয়েছে, সেখানেও এই কথাটি প্রযেজ্য আর সেটি হলো সীমার বাহিরে গিয়ে সম্ভাবনাকে চিন্তা করা (Think out of the box) এবং এটি যে আমাদের যুব সমাজ জানে না, বা মানে না বিষয়টি কিন্তু তাও নয় । তাহলে কেন এত সম্ভাবনা থাকার পরও আমাদের দেশের নতুন উদ্যোক্তারা তাদের উদ্যোগকে টিকিয়ে রাখতে পারছেন না । কেন তাদের নতুন নতুন উদ্যোগগুলো সময়ের সাথে হারিয়ে যাচ্ছে । কেন তাদের  উদ্যোক্তা হবার স্বপ্ন দিনের আলোতে হারিয়ে যাচ্ছে ।

এ নিয়ে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হচ্ছে ভবিষ্যতেও হবে আশা করছি কারন সমাধান আমাদের খুজে বের করতেই হবে না হলে তো আর স্বপ্নগুলো বাস্তবে রুপ ধারন করবে না । আসছে ৫ এপ্রিল ২০১৭ দেখলাম এই রকম একটি উদ্যাক্তা সম্মেলন এর আয়োজন করা হয়েছে ।

উদ্যোগগুলো আর উদ্যোক্তার স্বপ্নগুলো হারিয়ে যাবার অনেকগুলো কারন আছে । তার মধ্যে একটি অন্যতম কারন হলে আমরা নিজেরা নিজেদের সম্ভাবনার সীমাবদ্ধতাটুকু কখনো বিচার করিনি । আমরা কখনো আমাদের সম্ভাবনার সীমাবদ্ধাকে সামনে রেখে কোন উদ্যোগ গ্রহণ করিনি ফলে আমি নিজেই নিজের অজান্তে নিজের সম্ভাবনাটুকু কাজে না লাগিয়ে অন্যের সাফল্য, অন্যের বুদ্ধি, পরামর্শ, অনুস্বরন করে নিজেকে তার জায়গায় দেখতে চেয়েছি ফলে আমার যে সম্ভাবনাটুকু ছিল সেটা তো নষ্ট হয়েছেই সেই সাথে আমার সীমাবদ্ধতা আমাকে আমার জায়গায় ফিরিয়ে এনেছে ।

আমার নিজের শিক্ষা, দীক্ষা , অভিÁতা, ব্যক্তিত্ব, ইত্যাদি হচ্ছে আমার সম্ভাবনার হাতিয়ার । আবার এই গুলোই হলো আমার সীমাবদ্ধতার সীমারেখা ।

আমরা যদি নিজে নিজেকে না চিনে, না জেনে, না মেপে, শুধুমাত্র সাফল্য আর টাকার পিছনে দৌডে বেড়াই তাহলে আপনিই বলুন আপনার কাছে সাফল্য ধরা দিবে কিনা ।

নিজের সম্ভাবনা দিয়ে যতদিন না আমরা আমাদের সম্ভাবনাকে আমাদের সীমাবদ্ধতাকে যাচাই করে দেখবো ততদিন আমরা আমাদের স্বপ্নকে দিনের আলোতে হারিয়ে ফেলতেই থাকবো ।

এবার আপনিই যাচাই করে দেখুন আপনার অপার সম্ভাবনা কে আপনার সীমাবদ্ধতা দিয়ে ।

পথ আপনাকে কোথায় নিয়ে যায় ………….. ……………………………………

সবার জন্য শুভ কামনা রইল  ।

 



Leave a Reply