BSTI Certification

বিএসটিআই এর সার্টিফিকেশন অব মার্কস (সিএম) লাইসেন্স, এর প্রয়োজনীয় আটটি ধাপ :

১ম ধাপ:

নিবন্ধনকৃত যে কোন কোম্পানী অথবা ব্যাক্তীমালিকানায় পরিচালিত বৈধ যে কোন ব্যবসায়ী তার পণ্যে গুনগতমানের প্রতীক ব্যবহার করতে চেয়ে নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসাহ আবেদন করবেন ।

২য় ধাপ:

আবেদনপত্র পাবার পর বিএসটিআই কর্তৃপক্ষ তাদের নিজ উদ্যোগে প্রয়োজন অনুযায়ী আবেদনকারীর ব্যবসা পরিদর্শন এবং কাগজপত্র নিরক্ষন করে একটি প্রতিবেদন তৈরী করবেন । পরিদর্শনকালে যে সকল বিষয় খেয়াল রাখা হয় তাহলো:

  • – সাধারন তথ্য/কাগজপত্র সমুহ ।
  • – কাচামাল ।
  • – উৎপাদন প্রক্রিয়া ।
  • পণ্য মোড়কজাতকরন ।
  • পণ্যের গুনগত মান পরীক্ষা ও নিরীক্ষা এর ব্যবস্থা ।
  • পণ্য উৎপাদন ও ফ্যাক্টরীর পরিস্কার পরিচ্ছন্নতা ।
  • বাংলাদেশের নিয়ম অনুযায়ী পণ্যের মান নিয়ন্ত্রনের ব্যবস্থা ।
  • পণ্য গুদামজাত করনের ব্যবস্থা ।
  • পণ্য মান নিয়ন্ত্রক কর্মকর্তা আছে কিনা
  • ইত্যাদি ।

৩য় ধাপ:

যদি পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হয় তাহলে, বিএসটিআই কর্তৃপক্ষ র‌্যান্ডোম ব্যসিস পণ্যের নমুনা সংগ্রহ করবেন । নমুনা সংগ্রহের সময় উভয় পক্ষের প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং উভয় পক্ষের প্রতিনিধির স্বাক্ষর নিয়ে নমুনাটি সিল করবেন ।

৪র্থ ধাপ:

সংগৃহিত নমুনাটি বিএসটিআই এর নিজস্ব ল্যাবরেটারিতে অথবা বিএসটিআই অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে বাংলাদেশের স্যান্ডার্ড অনুযায়ী।

৫ম ধাপ:

ল্যাবরেটরির পরীক্ষায় যদি পণ্যেকরাও মান বাংলাদেশ এর স্্যান্ডার্ড অনুযায়ী ঠিক থাকে তাহলে আবেদনকৃত পণ্যে বিএসটিআই এর সার্টিফিকেশন অব মার্কস ব্যবহারের অনুমতি প্রদান করা হবে ।

৬ষ্ঠ ধাপ:

সাধারণত একটি পণ্যের গুনগত মানের লাইসেন্স ৩ বছরের জন্য প্রদান করা হয়ে থাকে । পরবর্তীতে এর সময় আরো বৃদ্ধি করা হয় । পণ্যের প্রয়োজনীয় ল্যাবরেটরী পরীক্ষা করার পর।

৭ম ধাপ :

গুনমানের লাইসেন্স এর জন্য বিএসটিআই এ নির্ধারিত ফি জমা দিতে হবে যা কিনা সিএম ফি নামে পরিচিত : সিএম ফি নিন্মোক্ত হারে প্রদান করতে হয় :
ধ. আবেদন ফি : ১০০০ টাকা নতুন পণ্যের জন্য এবং পুরনো পণ্যের জন্য ৫০০ টাকা ।
ন. লাইসেন্স ফি ২০০ টাকা প্রতি বছর ।
প. মার্কিং বা গুনগত মানের প্রতিক ব্যবহারের ফি :
– ফ্যাক্টরী দাম এর ০.০৭% টাকা ফল/জুস জাতীয় পণ্যের জন্য ।
( কমপক্ষে ১২৫০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০,০০০ টাকা)
– ফ্যাক্টরী দাম এর ০.১০% টাকা অন্যান্য পণ্যের জন্য ।
( কমপক্ষে ১৮৭৫ টাকা এবং সর্বোচ্চ্ ১৫,০০,০০০ টাকা)

৮ম ধাপ :

লাইসেন্সটি যে কোন সময় বাতিল হয়ে যেতে পাওে,যদি আবেদনকারী তার পণ্যের গুনতগমান বজায় না রাখেন অর্থাৎ যে পণ্যটি ল্যাবরটরীতে পরীক্ষা করে বিএসটিআই গুনতগ মানের লাইসেন্স প্রদান করেছেন সেই মানটি যদি উৎপাদনকারী বজায় না রাখেন তাহলে যে কোন সময় বিএসটিআই তার গুনতগমানের লাইসেন্সটি বাতিল করে দিতে পারেন ।

Contact Us

For consulting help, feel free to contact us.

Thanks Sahin for your continous contributions for creating Entrepreneur.

Md. Sabur Khan
President, Daffodil Group