Comfort Zone VS Comfort Zone

Comfort Zone VS Comfort Zone

সেদিন এক আলোচনায় আমার কাছে একজন জানতে চাইলো, অনেক সময় অনেকেই বলে থাকেন  নিজের “Comfort zone” এর মধ্যে থেকে ব্যবসা করা ভালো আবার অনেক সময় অনেকেই বলে থাকেন “Comfort zone” এর বাহিরে না বের হলে সফলতার দেখা পাওয়া যায় না । নতুন উদ্যোক্তা /ব্যবসায়ী যারা আছেন তারা তো এই রকম স্ববিরোধী কথা শুনে বিভ্রান্ত হয়ে যাবে । এ বিষয়ে আমার মতামত কি ??

আমার মতামত হলো ব্যবসা আপনি বাছাই করবেন তখন আপনার “Comfort zone”  এর মধ্যে থেকে উদ্যোগ বা ব্যবসা বাছাই করতে পারলে ভাল । আর ব্যবসাকে সফলতার চুড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই আপনাকে “Comfort zone”  এর বাহিরে এসে কাজ করতে হবে তাহলেই আপনি সফলতার সোনার হরিন এর দেখা পাবেন ।

এখনও কি মনে হচ্ছে এটি স্ববিরোধী কথা ???? আরেকটু ব্যাখ্যা করা যাক ।

আমি  বিশ্বাস করি যখন কেও তার উদ্যোগ বা ব্যবসা বাছাই করবেন তখন তার “Comfort zone”  এর মধ্যে থেকেই ব্যবসা বাছাই করা উচিৎ তাহলে সে সেই উদ্যোগ বা ব্যবসাকে সফলতার চুড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবে । সব সময় এটা সম্ভব হবে এটা চিন্তা করা কিন্তু উচিৎ নয় কারন আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা বেশ প্রভাবিত হই । যাই হোক “Comfort zone”  বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি বা কি বোঝায় । আমি “Comfort zone”  বলতে সেই জায়গাটা বুঝি যেখানে আপনি কাজ করে আনন্দ পাবেন, অন্যভাবে বলতে গেলে আপনার  Passion , আপনার ভাললাগার জায়গাটাকে বোঝাতে চাইছি ।

আপনি যদি মনে প্রানে একজন প্রোগ্রামার হন আর আপনাকে যদি করতে দেয়া হয় ট্রেডিং ব্যবসা তাহলে আপনি আয়ের উৎস হিসাবে হয়তো এই ব্যবসাটিকে চালিয়ে নিবেন কিন্তু মনের মধ্যে থেকে সেই তাগিদ/প্রেরনা Self inspiration পাবেন না, ফলে এটি এক সময় আপনার কাছে বিরক্ত লাগবে ।

আবার যার ট্রেডিং ব্যবসা করতে ভালো লাগে তাকে আপনি প্রোগ্রামিং করতে দিন ঠিক একই ঘটনা ঘটবে । তাই ব্যবসা বাছাই এর ক্ষেত্রে আপনি যদি আপনার “Comfort zone”  থেকে ব্যবসা বাছাই করতে পারেন তাহলে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন যারা এটি করতে পারেনি তাদের থেকে ।

এবার আসা যাক দ্বিতীয় “Comfort zone”  এর বিষয়ে,

ধরা যাক আপনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যিনি তার “Comfort zone”  থেকেই  ব্যবসা পছন্দ করার সুযোগ পেয়েছে । এখন শুধুকি “Comfort zone”  থেকে ব্যবসা বাছাই করলেই আপনি ব্যবসায় সফলতা পেয়ে যাবেন ?? মোটেও তা নয় । এরজন্য আপনাকে দ্বিতীয় “Comfort zone”  এর আশ্রয় নিতে হবে সেটি কি ? সেটি হলো আপনি আপনার ব্যবসাকে সফলতার চুড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যে “Comfort zone”  আছে, শিডিউল আছে তার বাহিরে এসেও আপনাকে কাজ করতে হবে । যেটাকে আমরা অনেক সময় বলে থাকি out of the box আপনাকে চিন্তা করতে হবে, আপনার লিডারসীপ দিয়ে প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হবে, আপনার স্বপ্নটাকে আপনার টিম মেম্বারদের মাঝে ছড়িয়ে দিতে হবে, আরো কত কি ?? আর এগুলো আপনি সফলভাবে তখনই করতে পারবেন যখন আপনি আপনার “Comfort zone”  থেকে বের হয়ে অর্থ্যাৎ আপনার নিয়মিত কাজের বাহিরে অতিরিক্ত পরিশ্রম করবেন, যখন আপনি পরবর্তী  লিডার তৈরী করবেন, যখনি আপনার স্বপ্নকে বাস্তবায়নে আপনার টিমকে কাজে লাগাতে পারবেন । আর এই  সবগুলো কাজ আপনি আপনার “Comfort zone”  এর মধ্যে থেকে করতে পারবেন না ।

ব্যবসার সফলতা মাপা হয় কোন ব্যবসাটি কতটা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে তার উপর নির্ভর করে । তাই সফলতার আরেক নাম হচ্ছে “Comfort zone”  এর বাহিরে এসে কাজ করা ।

সব সময় আমি একটা কথা বলে থাকি সেটা হলো “ব্যবসা সিলেক্ট করবেন মন থেকে কিন্তু বাস্তবায়ন করবেন ব্রেন থেকে”

 

মো: আমিনুল ইসলাম

ফাউন্ডার ও  সিইও

শাহিন’স হেল্পলাইন

 



Leave a Reply