প্রাইভেট লিমিটেড কোম্পানী (Private Limited Company) : সহজভাবে বলতে গেলে প্রাইভেট লিমিটেড কোম্পানী বলতে এমন কোম্পানীকে বোঝায়, যে কোম্পানী যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে বাংলাদেশের কোম্পানী আইন- ১৯৯৪ কর্তৃক রেজিষ্ট্রেশন করা কোম্পানীকে বোঝায় এবং কোম্পানীর শেষে লিমিটেড (Limited) বা সীমিতদায় শব্দটি লেখা থাকে । লিমিটেড বলতে এখানে কোম্পানীর মালিকদের/সদস্যদের দায় শেয়ার মুলধন (Share Capital) দ্বারা সীমাবদ্ধ । । এছাড়া কোম্পানী রেজিষ্ট্রেশন এর সময় কোম্পানীটি কি কি কার্যক্রম পরিচালনা করিতে পারিবে তাহা কোম্পানী আইন অনুযায়ী তা একটি সংঘ-স্মারক (Memorandum of Association) এর মধ্যে লিখিত আকারে জমা দিতে হবে । এছাড়া কোম্পানীর বিধী-বিধান, কি কি হবে তা (Articles of Association) এর মধ্যে লিখিত আকারে জমা দিতে হবে । এছাড়াও কোম্পানীর মুলধন, পরিশোধিত মুলধন, কোম্পানীর ঠিকানা, পরিচালকবৃন্দের বৃত্তান্ত ইত্যাদি সরকার নির্ধারিত ফরম এর জমা দিতে হবে ।
আপনি যদি আপনার কোম্পানীটি যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসাবে রেজিষ্ট্রেশন করাতে চান তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তাহলো আপনি যে নামে কোম্পানী রেজিষ্ট্রেশন করতে চান সেই নামের একটি ছাড়পত্র যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় সংগ্রহ করতে হবে । অর্থাৎ আপনার পূর্বে আপনার পছন্দকৃত নামে অন্য কেও কোন কোম্পানী করেছে কিনা এবং আপনার পছন্দকৃত নামে কোম্পানীটি বর্তমান কোম্পানী আইনে রেজিষ্ট্রেশন করা যাবে কিনা সে বিষয়ে একটি ছাড়পত্র নিতে হবে । এরপর আপনাকে সরকারী নিয়ম – কানুন মেনে সংঘ-স্মারক ((Memorandum of Association) এবং কোম্পানীর বিধী-বিধান (Articles of Association) এবং প্রয়োজনীয় ফরম ( যেটা প্রযেজ্য) পুরন করে, কোম্পানীর মূলধন অনুযায়ী সরকার নির্ধারিত ফি ব্যাংক এ জমা দিয়ে কোম্পানী রেজিষ্ট্রেশন এর জন্য আবেদন করতে হবে । সবকিছু ঠিকঠাক থাকলে যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় থেকে আপনাকে একটি সার্টিফিকেট (Incorporation) প্রদান করবে । এরপর প্রতিবছর নিয়ম মেনে যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় এ আপনার কোম্পানীর হিসাব এবং অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে ।
একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী করতে কয়জন পরিচালক (Director) দরকার ?
একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী করতে কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন পরিচালক পরিচালক (Director) দিয়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী করা যায় ।
একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী করতে পরিচালকদের (Directors) কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন ?
পরিচালকদের (Directors) যে সকল ডকুমেন্টগুলো লাগবে তাহলো ;
- সকল পরিচালক (Director) এর পাসপোর্ট সাইজ ফটো
- সকল পরিচালক (Director) এর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট এর ফটোকপি
- সকল পরিচালক (Director) এর ই-টিন সার্টিফিকেট এর ফটোকপি
প্রতিষ্ঠানের ঠিকানা (প্রাইভেট লিমিটেড কোম্পানীর জন্য আলাদা কোন ই-টিন লাগবে কি ?
জি। প্রাইভেট কোম্পানী হলে প্রত্যেক পরিচালক এর ই-টিন ছাড়াও কোম্পানীর নামে একটি আলাদা ই-টিন (ঊ-ঞওঘ) সার্টিফিকেট খুলতে হবে এবং প্রতি বছর সেই ই-টিন (ঊ-ঞওঘ) অনুযায়ী সরকারী কোষাগারে আয়কর প্রদান করতে হবে ।